As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1702

যাকাত

প্রকাশকাল: 27 Sep 2010

প্রশ্ন

মসজিদে প্রথম কাতারে মুসল্লীগণ বসে আছেন তাদের পেছনে অর্থাৎ দ্বিতীয় বা তার পরের কাতারে বসে কুরআন হাতে নিয়ে তেলাওয়াত করা যাবে কিনা?অনেক সময় কোন কোন ভাই সামনে গিয়ে তেলাওয়াত করতে বলেন কারও পেছনে বসে কুরআন তেলাওয়াত নাকি ঠিক না-কথাটি কি সহীহ?

উত্তর

কারও পেছনে বসে কুরআন তেলাওয়াত ঠিক না কথাটি পুরোপুরি ঠিক না। তবে কুরআনের সম্মানার্থে সামনে বসে পড়া ভাল। তবে পিছনে বসেও পড়া যায়।