As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1701

অর্থনৈতিক

প্রকাশকাল: 26 Sep 2010

প্রশ্ন

আস্সালামুলাইকুম, আমি আমেরিকায় থাকি,এবং এক সময় টাকা সমস্যা থাকার কারণে ক্রেডিট কার্ড ব্যবহার শুরু করি এবং প্রথম দিকে তা ছিল ০% ইন্টারেস্ট, আলহামদুলিল্লাহ চাকরি পাবার পর আমার বাবা অনেক টাকা লোন ছিল যা শোধ করতে থাকি যার কারণে ব্যাঙ্ক টাকা দিতে দেরি হয় আর ইতি মধ্যে আমার ব্যাঙ্ক ইন্টারেস্ট আসা শুরু করে প্রতি মাসে আমাকে ৩০-৪০ ডলার করে ইন্টারেস্ট দিতে হয়,আমার সামনে ২ টা পথ হয় বাবার লোন শোধ করা নাহয় নিজের টা শোধ করা, আমি সুদ কে ঘৃণা করি, এই ক্ষেত্রে আমার করণীয় কি, আমার কাছে এতো টাকা নেই যে আমি একসাথে শোধ করতে পারি, এই সুদ দেয়া তে আমার অন্যায় হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই ধরণের লেনদেনে জড়ানোই তো হারাম হয়েছে। এখন তো আর কিছু করার নেই। প্রথমে নিজেরটা শোধ করুন, তারপর বাবারটা।