প্রশ্নটি করার জন্য আপনাকে আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন। উল্লেখিত বিষয়ে কিঞ্চিত আলোচনা করা হল। আশাকরি আপনি তাতে আপনার উত্তর খুঁজে পাবেন, ইনশাল্লাহ। উলামায়ে কেরাম এব্যাপারে একমত পোষণ করেছেন যে, শিশুর জন্মের ৭ ম দিনে আকীকা দেয়া সুন্নাত। ছেলের পক্ষথেকে ২ টি ছাগল এবং মেয়ের পক্ষ থেকে ১ টি ছাগল। এপ্রসঙ্গে আয়শা রাঃ থেকে বর্ণীত একটি হাদীসে রাসূল সাঃ বলেন:
عن الغلام شاتان مكافئتان وعن الجارية شاة
অর্থঃ ছেলে সন্তানের পক্ষ থেকে দুইটি উপযুক্ত ছাগল এবং মেয়ে সন্তানের পক্ষ থেকে একটি ছাগল। সুনানে তিরমিযী, তাহকীক আহমাদ শাকের এবং আলবানী, হাদীস নং ১৫১৩। তিরমিযী রহঃ হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। ৭ ম দিনের পূর্বে বা পরে আকীকা দিলে তা যথেষ্ঠ হবে কি না এব্যাপারে উলামায়ে কেরামের দুই ধরনের মত রয়েছে। তবে গ্রহনযগ্য মত হল, ৭ ম দিনের আগে বা পরে দিলেও তা যথেষ্ঠ হবে। যেমন ইবনে কাইয়্যিম রহ বলেন:
اليوم السابع – استحباب وإلا فلو ذبح عنه في الرابع أو الثامن أو العاشر أو ما بعده : أجزأت
تحفة المودود بأحكام المولود ) ص 63 )
অর্থঃ সপ্তম দিন সুন্নাত, তবে যদি ৪ র্থ দিনে বা ৮ ম দিনে কিংবা ১০ বা তার পরবর্তি দিনে তার পক্ষ থেকে আকীকা দেয়া হয় তাহলে তা যথেষ্ঠ হবে। তুহফাতুল মাওদূদ বি আহকামীল মাওলূদ পৃষ্ঠা নং ৬৩ ( শামিলা)
তবে আমাদের উচিৎ সর্বাস্থায় আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী আমল করার। আল্লাহ আমাদেরকে তাওফীক দান করুন। আমীন।