আমার ব্যাংকে ২৫০০০০টাকা আছে.সাথে সোনা সাডে সাত ভরির কম আছে.আমি শুধু টাকার উপর যাকাত দিয়ে থাকি.তাহলে কি আমাকে সোনার উপরে যাকাত দিতে হবে?আর আমি যদি আগে কখনো ওই টাকার উপর যাকাত না দিয়ে থাকি তাহলে কি আমাকে বকেয়া হিসাবে দিয়ে দিতে হবে?
উত্তর
প্রশ্নোক্তক্ষেত্রে আপনাকে সোনার মূল্য হিসাব করে যাকাত দিতে হবে। শুধু সোনা থাকলে যাকাত দিতে হতো না। সোনার সাথে টাকা থাকার কারণে আপনাকে সোনার মূল্য হিসাব করে যাকাত দিতে হবে। বিস্তারিত জানতে দেখুন, আমাদের দেয়া 1752 নং প্রশ্নের উত্তর। আগে যাকাত দিয়ে না থাকলে বকেয়া যাকাত আপনার উপর দেয়া ফরজ।