As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1677

নামায

প্রকাশকাল: 2 Sep 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম শাঈখ
১। ইমামের পিছনে নামায পড়ার সময় ইমাম যখন সামি আল্লা-হু লিমান হামিদাহ বলে রুকু থেকে উঠেন তখন আমাদেরও কি এটাই বলে উঠে রব্বানা ওয়া লাকাল হামদ……ফিহী বলব না আমরা উঠে শুধু রব্বানা ওয়া লাকাল হামদ………ফিহী বলব?
২। নামাযের মধ্যে যদি প্রসাবের বেগ বা বায়ুর বেগ হয় কিন্তু সেটাকে কন্ট্রোল করে নামায পড়া হয় তাহলে কি নামায হবে বা নামাযের কোনো ক্ষতি হবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নিচের হাদীসটি লক্ষ্য করুন: عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا ، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا ، وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَقُولُوا رَبَّنَا وَلَكَ الْحَمْدُ ، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا ، وَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا أَجْمَعُونَ আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেছেন, ইমাম নির্ধারণ করা হয়েছে তাকে অনুসরণ করার জন্য… যখন তিনি সামিয়াল্লাহুলিমান হামিদাহ বলবেন তখন তোমরা রব্বানা ও লাকাল হামদ বলবে…। সহীহ বুখারী, হাদীস নং ৭৩৪। সুতরাং মুক্তাদিরা শুধু রব্বানা ও লাকাল হামদ বলবে। ২। অধিক বেগ নিয়ে নামায না পড়াই ভাল।