আসসালামু আলাইকুম শাঈখ
১। ইমামের পিছনে নামায পড়ার সময় ইমাম যখন সামি আল্লা-হু লিমান হামিদাহ বলে রুকু থেকে উঠেন তখন আমাদেরও কি এটাই বলে উঠে রব্বানা ওয়া লাকাল হামদ……ফিহী বলব না আমরা উঠে শুধু রব্বানা ওয়া লাকাল হামদ………ফিহী বলব?
২। নামাযের মধ্যে যদি প্রসাবের বেগ বা বায়ুর বেগ হয় কিন্তু সেটাকে কন্ট্রোল করে নামায পড়া হয় তাহলে কি নামায হবে বা নামাযের কোনো ক্ষতি হবে কি?