As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1669

যিকির দুআ আমল

প্রকাশকাল: 25 Aug 2010

প্রশ্ন

ড, জাহাঙ্গীর Khandaker হুজুরের একটা ভিডিও দেখেছি, তিনি বলেছেন যে, একদিন এক লোক আসলেন পুরানো পল্টন এলাকার তার একটি কোটি কোটি টাকা দামের জমি এক ডেভেলপার নিয়ে গিয়েছি, আর ফিরত দেয় না। তখন হুজুর কিছু দোয়া/আমল করতে বলেছিলেন, এক মাস এর মধ্যে ডেভেলপার দলিল ফিরত দিলেন, আমার প্রশন হুজুর কি কি দোয়া কিভাবে পরতে বলেছিলেন? একটু জানালে অনেক উপকার হবে। কয়েকদিন আগে আমি আপনাকে একটি প্রশন করে ছিলাম, প্রশন নাম্বার ১৭৭৩, পড়লে আরও ক্লিয়ার হবেন, আমার ১৫ লক্ষ টাকার বিল পাচ্ছি না, তাই খুব কষ্টে আছি। কি আমল করলে এই বিপদ থেকে উদ্দার হতে পারি।

উত্তর

স্যার রাহি. ঠিক কী কী দুআ করতে বলেছিলেন তা আমাদের জানা নেই। তবে রাহে বেলায়াতের মিম্নের দুআগুলো এই ধরণের সমস্যার ক্ষেত্রে আমল করতে হয়। ১৮৭ নং থেকে ১৯২ এবং ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ২৬, ১৫৭ নং দুআ। আপনি আপনার সাধ্যমত আমল করতে থাকুন। বিশেষত ১৮৭ থেকে ১৯২ পর্যন্ত। স্যার রহি. সম্ভবত এই দুআগুলোই আমল করতে বলেছিলেন। প্রয়োজনে 01734717299