দৈনন্দিন প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল জানার জন্য বাংলা কি কি কিতাব অধ্যয়ন করা যায়?
উত্তর
এখন বাজারে প্রচুর বই বেরিয়েছে। নামায, যাকাত, হজ্ব ইত্যাদির জন্য আলাদা আলাদা বই বেরিয়েছে। আপনি খোঁজ করে সেগুলো কিনতে পারেন। শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ. বিভিন্ন বিষয়ে প্রায় ৩০টির মত বই লিখেছেন। আপনি সেখানে থেকে কিছু বই বা সবগুলো কিনতে পারেন।