As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1667

বিবাহ-তালাক

প্রকাশকাল: 23 Aug 2010

প্রশ্ন

আস সালামুআলাইকুম আমি আবুধাবি থেকে মো: বায়হান বলছি, আমি যখন আমার স্ত্রী কে বলি আজথেকে তোমাকে তিন তালাক দিলাম, তখন বা সেই সময় আমার স্ত্রীর রিতুস্রাব ছিল তাহলে তালাক হয়ে যাবে কি? শ্রদ্ধেয় স্যার আমি আপনার কাছে থেকে খুব শিগ্রই উত্তর টা বলে আশা করছি। ধন্যবাদ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, আপনার প্রশ্নের উত্তর সম্ভবত পেয়েছেন। আপনার স্ত্রী তালাক হয়ে গেছে। আপনারা চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেছেন। ঋতস্রাবের সময় তালাক দেয়া পাপ, তবে তালাক হয়ে যাবে। প্রয়োজনে 01734717299