আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লহি ওয়া বরকতুহু। এখন অনেক আলেমকে বলতে শুনছি যে, সম্মিলিত মোনাজাত নাকি বিদাআত। আর ফরয নামাজ পর আমরা যে মোনাজাত সেটাও নাকি বিদাআত। এই সম্পর্কে দলিলসহ বিস্তারিত জানতে চাই।
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম।নামাযের পর সম্মিলিত মোনাজাতের কোন হাদীস নেই। বিস্তারিত জানতে দেখুন, আমাদের দেয়া 0019 নং প্রশ্নের উত্তর।