As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1656

রোজা

প্রকাশকাল: 12 Aug 2010

প্রশ্ন

প্রথম ১০ দিন রহমত, মাঝের ১০ দিন মাগফিরাত, শেষ ১০ দিন নাজাত রমজান সম্মন্ধে এটা কি হাদিসের কথা?

উত্তর

এটা হাদীসের কথা। একেবারে বানোয়াট না। তবে হাদীসটি দূর্বল। হাদীসটির মূল পাঠ হলো” وَهُوَ شَهْرٌ أَوَّلُهُ رَحْمَةٌ ، وَأَوْسَطُهُ مَغْفِرَةٌ ، وَآخِرُهُ عِتْقٌ مِنَ النَّارِ অর্থ: রমাজানের প্রথম অংশ রহমত, মাঝের অংশ মাগিরাত এবং শেষের অংশ জাহান্নাম থেকে মুক্তি। সহীহ ইবনে খুজায়মা, হাদীস নং ১৮৮৭; শুয়াবুল ঈমান, হাদীস নং ৩৩৩৬। উক্ত হাদীসে আলী ইবনে জায়েদ ইবন জাদয়ান নামে একজন রাবী আছে। আল্লামা জাহাবী, ইমাম দারা কুতনী, ইমাম অাহমাদসহ অন্যান্য মুহাদ্দিসগণ তাকে দূর্বল বলেছেন। শায়খ আলবানী রহ. হাদীসটিক দুর্বল বলেছেন। দেখুন,সিলসিলাতুয যয়ীফাহ, হাদীস নং ৮৭১ । এই অর্থে আরো একটি হাদীস বর্ণিত আছে। সেটিকে শায়খ অালবানী রহ. মুনকার বলেছেন। দেখুন, সিলসিলাতুয যয়ীফাহ, হাদীস নং ১৫৬৯।