আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত শায়েখ, আমাদের এলাকার একটি মসজিদের পূর্বদিকের বারান্দায় একজন বুজুর্গের মাযার (আগে মাযার ছিল পরে বারান্দা করতে গিয়ে তা অন্তর্ভুক্ত করা হয়েছে)৷ অপরদিকে, আরেকটি মসজিদের দক্ষিণদিকের পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সামান্য অংশ কবরস্থানের জায়গা হিসেবে মতানৈক্য রয়েছে৷ কারোমতে, কবরস্থানের জায়গা, কারোমতে রাস্তার জায়গা নেয়া হয়েছে৷ আমার প্রশ্ন হচ্ছে, এই দুই মসজিদে নামায পরা আমার জন্য কি জায়েয হবে? বিস্তারিত জানালে উপকৃত হবো, ইনশাআল্লাহ৷