As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1633

যাকাত

প্রকাশকাল: 20 Jul 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
১. আমি প্রতিবার জাকাত আদায় করি ঈদ এর আগে এবার থেকে নিয়ত করছি রোজার শুরুর দিকেই আদায় করার চেষ্টা করবো ইন-শা-আল্লাহ। (রোজার শুরুতে দিলে মানুষ বেশি উপকৃত হয় বলে মনে হচ্ছে) সেক্ষেত্রে আমার করণীয় কি? জাকাত আদায় এর পর যদি বেতন,বোনাস পাই ওটার আবার জাকাত দিতে হবে নাকি এর পরের বছর গুলোতে রোজার শুরুতে হিসাব করে জাকাত আদায় করলেই হবে?
২. ওযুর সময় মাথা মাসেহ করার সঠিক নিয়ম কি?( বিশেষ করে মহিলা দের ক্ষেত্রে)
জাজাকাল্লাহ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার বেতন ও বোনাসের ডাকাত দিতে হবে। নিয়মটা হলো, ঈদের আগে যখন আপনার যাকাতবর্ষ পূর্ণ হবে তখন আপনি আপনার যাকাতের টাকার হিসাব করবেন। এরপর রোজার শুরুতে যত টাকা যাকাত বাবদ দিয়েছেন সেই টাকা মোট টাকা থেকে বাদ দিয়ে বাদ দিয়ে বাদ বাকী টাকা দিয়ে দিবেন। ২। মাথার চার ভাগের একভাগ যে কোন প্রান্ত থেকে মাসেহ করলই হবে।