আসসালামুয়ালাইকুম, আমার প্রশ্ন হচ্ছে শুক্রবারে বিয়ে করা কি হাদিস দ্বারা প্রমাণিত সুন্নত? যদি সুন্নত হয় তবে এ ক্ষেত্রে সামাজিক প্রচলনে দেখা যায় যে, বিয়ে শুক্রবারে হলেও বিয়ে পড়ানো হয় রাতে আর আরবি হিসেবে সন্ধ্যার (চন্দ্র উদয়) পরে দিন (বার) পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ শনিবার হয়ে যায়। এক্ষেত্রে কি শুক্রবারে বিয়ের সুন্নত আদায় হল?