As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1616

নামায

প্রকাশকাল: 3 Jul 2010

প্রশ্ন

সালাতে কি পায়ের সাথে পা লাগাতে হবে নাকি হাতের সাথে হাত। হাদিস সহি না যইফ এর জন্য মুহাদ্দিসগণের মতামত এর কিতাব এর নাম বলবেন দয়া করে। এগুলা বাংলা /ইংরেজী এ পাওয়া জায় কি না। কুরআন এর সবচেয়ে সহজ সাবলিল এবং নির্ভরযোগ্য তাফসির ২/১ তি নাম বলবেন।

উত্তর

সালাতে লাইন সোজা করতে হবে এবং মাঝে ফাঁকা রাখা যাবে না। হাত-পা লাগানো মুখ্য বিষয় না। হাদীস সহীহ- যয়ীফ জানার জন্য একক কোন কিতাবে নেই, যেখানে আপনি সব হাদীসের হুকুম জানতে পারবেন। আর বাংলায় অনুবাদ হয়েছে তো খুবই খুবই কম। আরবী ভাষার জ্ঞান ছাড়া হাদীসের হুকুম জানা সম্ভব নয়। কুরআনের সবচেয়ে নির্ভরযোগ্য তাফসীরের কিতাব হলো তাফসীরে ইবনে কাসীর।