আসসালামু আ’লায়কুম, শাইখ। আমার প্রশ্ন দুটি : ১।একজন খতিব সাহেব বলেছেন যে, রাসুল (সা.) এর কথা লেখা নাকি শেষ হবে না, যদিও সব গাছ কলম হয় এবং সব সাগর কালি হয় এমনকি যদি আরও সাগর এর সাথে যুক্ত হয়।এটা কি সঠিক? ২।জামাতে সালাত আদায়ের সময় কোনো ওয়াজিব বাদ পড়লে কি করণীয়?