As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1614

বিবিধ

প্রকাশকাল: 1 Jul 2010

প্রশ্ন

আসসালামু আ’লায়কুম, শাইখ। আমার প্রশ্ন দুটি : ১।একজন খতিব সাহেব বলেছেন যে, রাসুল (সা.) এর কথা লেখা নাকি শেষ হবে না, যদিও সব গাছ কলম হয় এবং সব সাগর কালি হয় এমনকি যদি আরও সাগর এর সাথে যুক্ত হয়।এটা কি সঠিক? ২।জামাতে সালাত আদায়ের সময় কোনো ওয়াজিব বাদ পড়লে কি করণীয়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কুরআন শরীফে আল্লাহ তায়ালার ব্যাপারে এই কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সা. এর বিষয়ে নয়। আয়াতটি দেখুন

وَلَوۡ اَنَّمَا فِی الۡاَرۡضِ مِنۡ شَجَرَۃٍ اَقۡلَامٌ وَّالۡبَحۡرُ یَمُدُّہٗ مِنۡۢ بَعۡدِہٖ سَبۡعَۃُ اَبۡحُرٍ مَّا نَفِدَتۡ کَلِمٰتُ اللّٰہِ ؕ اِنَّ اللّٰہَ عَزِیۡزٌ حَکপৃথিবীতে যত বৃক্ষ আছে, সবই যদি কলম হয় এবং সমুদ্রের সাথেও সাত সমুদ্র যুক্ত হয়ে কালি হয়, তবুও তাঁর বাক্যাবলী লিখে শেষ করা যাবে না। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা লোকমান, আয়াত ২৭।

অন্য জায়গাতে আল্লাহ বলেন,قُلۡ لَّوۡ کَانَ الۡبَحۡرُ مِدَادًا لِّکَلِمٰتِ رَبِّیۡ لَنَفِدَ الۡبَحۡرُ قَبۡلَ اَنۡ تَنۡفَدَ کَلِمٰتُ رَبِّیۡ وَ لَوۡ جِئۡنَا بِمِثۡلِهٖ مَدَدًا আমার রবের কথা লেখার জন্য সমুদ্র যদি কালি হয়ে যায় তবে সমুদ্র নিঃশেষ হয়ে যাবে আমার রবের কথা শেষ হওয়ার আগেই। যদিও এর সাহায্যার্থে অনুরূপ আরো সমুদ্র নিয়ে আসি’। সূরা কাহফ, আয়াত সুতরাং খতিব সাহেবের বক্তব্য সঠিক নয়। অথবা খতিব সাহেব আল্লাহর ব্যাপারেই বলেছেন, আপনি হয়তো শুনতে ভুল করেছেন।



১০৯।

ِیۡمٌ