আসসালামু আলাইকুম, আমাদের স্থানীয় মসজিদে জুম্মা খুতবাতে মসজিদে এর খাদেম টাকা তুলে থাকেন খুতবা চলা কালে। আমি তাকে প্রশ্ন করি যে হাদিসে এসেছে খুতবার সময় পাশের জন কথা বললে তাকে চুপ থাকো এই কথা বলা জায়েজ নেই। তাহলে আপনারা টাকা তুলেন তা কি জায়েজ হচ্ছে? প্রতি উওরে তিনি বলেন যে, খুদবার ২টি অংশ ইমাম যখন বসে আবার দাঁড়িয়ে খুতবা শুরু করেন ঐ অংশটি হলো দোয়ার অংশ তখন হাটা চলা করা যায়। সঠিক মাসালা জানালে উপকৃত হবো।