As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1604

নামায

প্রকাশকাল: 21 Jun 2010

প্রশ্ন

আমার এক ফ্রন্ডের দাদী ওকে সালাতুজ তাজবী নামাজ পড়াতে বলেছে। আমার ফ্রেন্ড টা ব্যস্ততার কারনে পড়াতে পারে নাই। দাদীটা এখন অসুস্থ। বলতে গেলে মৃত্যুশয্যায় আছেন। নামাজ আদায় করাতে না পারায় আমার ফ্রেন্ডের কোন গুনাহ হবে? আর এখন আমার ফ্রেন্ডের করনীয় কি?দয়া করে জানাবেন প্লিজ….

উত্তর

দাদী বলেছে সে পড়ে নাই, এখানে গুনাহ হওয়ার কী আছে। সে যদি পড়তে চায় পড়বে। না চায়লে পড়বে না।