As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1586

আকীকা

প্রকাশকাল: 3 Jun 2010

প্রশ্ন

1. akika korar baparay konna holay 1 ta sagol dolil. 2. putro holay 2 ta sagol dolil. 3. putro hoilay 1 ta sagol dolil. 4. putro hoilay 1 ta sagol dia jabay kina

উত্তর

পুত্রসন্তান হলে দুটি ছোট পশু এবং কন্যাসন্তান হলে একটি ছোট পশু আকীকা দিতে হয়। এটাই স্বাভাবিক নিয়ম। এই বিষয়ে রাসূলুল্লাহ সা. বলেছেন, مَنْ وُلِدَ لَهُ وَلَدٌ فَأَحَبَّ أَنْ يَنْسُكَ عَنْهُ فَلْيَنْسُكْ عَنِ الْغُلاَمِ شَاتَانِ مُكَافِئَتَانِ وَعَنِ الْجَارِيَةِ شَاةٌ যার সন্তান হয় আর সে আকীকা দিতে চায় তাহলে সে. পুত্র সন্তানের পক্ষ থেকে দুটি ছাগল এবং কন্যা সন্তানের পক্ষ থেকে একটি ছাগল আকীকা দিবে। সুনানু আবু দাউদ, হাদীস নং ২৮৪৪; সুনানু তিরমিযী হাদীস নং ১৫১৩ । হাদীসটিকে ইমাম তিরমিযীসহ অন্যান্য মুহাদ্দিসগণ সহীহ বলেছেন। তবে পুত্র সন্তানের পক্ষ থেকেও একটি দিলে হবে। নিচের হাদীসটি লক্ষ করুন: عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- عَقَّ عَنِ الْحَسَنِ وَالْحُسَيْنِ كَبْشًا كَبْشًا. ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সা. হাসান এবং হুসাইনের পক্ষ থেকে একটি করে দু্ম্বা আকীকা দিয়েছেন। সুনানু আবু দাউদ, হাদীস নং ২৮৪৩। হাদীসটিকে শায়খ আলবানী ও শায়খ শুয়াইব আরনাউত রাহ. সহীহ বলেছেন। আশা করি আপনি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়েছেন।