আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার পিতা গত দুই বছর যাবত প্যারালাইস্ট। তিনি মানষিক ভাবে সুস্থ কিন্তু শারীরিক ভাবে দুবল ও চলাফেরা করতে পারেন না। তিনি সওম পালনে অক্ষম। এখন তার সওম জন্য ইসলামে বিধান কি? কাফফারার বিধান আছে কি (গত সাওম গুলোতে এক জন রোজাদারের সেহরি ও ইফতারের খররচ দেওয়া হয়েছিল) কাফফারার বিধান থাকলে সেটি কিভাবে আদায় করতে হবে।