As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1562

বিবিধ

প্রকাশকাল: 10 May 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শাইখ?
আমার প্রশ্ন হলঃ- ১. মসজিদ সালাত পরে বের হউয়ার সময় দেখি, আমার জুতা টা কেউ নিয়ে গিয়েছে আর তারটা রেখে গিয়েছে। জুতা দেখতে তারটা আর আমারটা প্রায় এক-ই রকম। আমার টা একটু সিলাই দেউয়া, আর উনার টা দেখতে খাটি, মনে হল বেশি দিন হয় নাই কিনেছে। কিছুক্ষন অপেক্ষা করে, ইমাম সাহেব কে ঘটনা বললে, উনি বললো, জুতা নিয়ে যেতে পার, জায়েজ আছে। আমি কয়েকবার মসজিদে আবার আসছিলাম, যদি জুতার সন্ধান পাউয়া যায়। কিন্তু তা আর এখন ও পাই নি। আর উনার জুতাও আমি ব্যবহার করছি। এখন এইটা কি করা যেতে পারে, কুরান, সুন্নাহ অনুসারে সমাধান কি?
২. সূফি অর্থ কি? সূফি কারা? এদের আকিদা কি সহিহ?
যাজাকাল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ, আমরা ভাল আছে। দুআ করি আল্লাহ আমাদের, আপনাদের সবাইকে ভাল রাখুন। দেখুন, এক্ষেত্রে আপনার করণীও কিছু দিন খোঁজ খবর নেয়া। না পেলে আপনি ব্যবহার করতে পারেন। সূফি অর্থ জানার তেমন কোন দরকার নেই। আপনি কুরআন-সুন্নাহ অনুযায়ী চলবেন। সহজ কথায় আগের যুগে কিছু মানুষ সহজ-সরল জীবন-জাপন করতেন, সমাজের কঠিন সমীকরণে তারা প্রবেশ করতেন না তাদেরকে সূফি বলা হতো। বর্ত মানে সূফী নামে যা কিছু করা হয় তার সিংহভা্গই ভন্ডামী।