As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1553

যাকাত

প্রকাশকাল: 1 May 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন যাকাত সম্পর্কেঃ মনে করুন আমার ব্যাংকে ২ লক্ষ টাকা জমা আছে ১ বছর যাবৎ। আমি চাচ্ছি এই টাকার যাকাত দিতে। কিন্তু প্রতিমাসে আমি ৫ হাজার টাকা করে গত একবছরে ৬০ হাজার টাকা জমা করলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে আমাকে কি ২ লক্ষ ৬০ হাজার টাকার যাকাত দিতে হবে নাকি শুধু ১ বছর জমা থাকা ২ লক্ষ টাকার যাকাত দিতে হবে। আমি এই প্রশ্ন করছি কারণ আমার ৬০ হাজার টাকার বয়স ১ বছর হয় নাই। আশা করছি আমার প্রশ্ন বুঝাতে পেরেছি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যাকাত ফরজ হওয়ার জন্য নিসাবের মালিক হওয়া শর্ত। নিসাবের মালিক হওয়ার পর একবছর পর আপনার কাছে এখন যে সম্পদ থাকবে তার সব টাকার উপর যাকাত আসবে। অর্থাৎ বছরের শুরুতে আপনার কাছে যদি ১লাখ টাকা থাকে আর বছরের শেষে যদি ৫ লাখ টাকা থাকে তাহলে আপনাকে ৫ লাখ টাকার যাকাত দিতে হবে। সুতরাং আপনাকে ২ লাখ ৬০ হাজার টাকার জাকাত দিতে হবে। এটা সর্বসম্মত মাসআলা।