As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1550

হালাল হারাম

প্রকাশকাল: 28 Apr 2010

প্রশ্ন

আসসালামুআলাইকুম, ভাই আমি US এ তে থাকি, আমরা এখানের super shop থেকে regular chicken কিনে খেতে পারবো কিনা। কেউ কেউ বলে, খাওয়া যাবে কারণ তারা আহালে হাদিস যারা মুরগি কাটে। এছাড়াও তারা মেশিনে কাটার সময় কোন কিছুরই নাম নেয় না।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আহলে হাদীস হওয়া কোন সমস্যা নয়। কাটার সময় ইচ্ছাকৃত বিসমিল্লাহ ছেড়ে দিলে খাওয়া যাবে কি না তা নিয়ে বিতর্ক আছে।আশা করছি খেলে কোন গোনাহ হবে না তবে যদি নিজে মুরগী কিনে জবেহ এর কোন ব্যবস্থা থাকে তাহলে কিনে বিসমিল্লাহ বলে জবেহ করে খাবেন।