As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1537

প্রকাশকাল: 15 Apr 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হচ্ছে, বিয়ে না করলে জান্নাতে যাওয়া যাবে কি? মেহেরবানি করে উত্তর দিলে উপকৃত হবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিবাহ রাসূলুল্লাহ সা. এর সুন্নাহ। তিনি বিবাহ করেছেন এবং বিবাহ করার জন্যে উদ্বুদ্ধ করেছেন। বিবাহ চরিত্রকে হেফাজনত, করে দ্বীনকে পরিপূর্ণকরে। হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন يَا مَعْشَرَ الشَّبَابِ، مَنِ اسْتَطَاعَ البَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ হে যুবকের দল! তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ে করার সামর্থ রাখে সে যেন তা করে নেয়। কারণ বিয়ে চোখ অবনতকারী এবং লজ্জাস্থানকে হেফাজতকারী। আর যে ব্যক্তি বিয়ে করার সামর্থ রাখে না সে যেন সিয়াম রাখে। কেননা সিয়াম যৌন উত্তেজনাকে কমিয়ে দেয়’’। সহীহ বুখারী, হাদীস নং ৫০৬৬। অন্য হাদীসে আল্লাহ রাসূল সা, বলেন, مَنْ رَزَقَهُ اللَّهُ امْرَأَةً صَالِحَةً، فَقَدْ أَعَانَهُ عَلَى شَطْرِ دِينِهِ، فَلْيَتَّقِ اللَّهَ فِي الشَّطْرِ الثَّانِي আল্লাহ যাকে সতী মহিলা দান করল তাকে দ্বীনের অর্ধেক বিষযে সাহায্য করল, অতএব বাকি অর্ধাংশের বিষয়ে যেন সে আল্লাহকে ভয় করে। ” আলমুসতাদর হাকীম, হাদীস নং ২৬৮১। হাদীসটিকে ইমাম জাহাবী সহীহ বলেছেন। এই হাদীসগুলোর আলোকে আমরা বলতে পারি, বিবাহ গুরুত্বপূর্ণ সুন্নাহ। সক্ষম প্রত্যেক মুসলিমের বিবাহ করা একান্ত উচিত। বিবাহ জান্নাতে যাওয়ার গুরুত্বপূরর্ণ সহায়ক। তবে বিবাহ না করলে জান্নাতে যেতে পারবে না, বিষয়টি এমন না। বিবাহ না করেও যদি কোন মুসলিম নিজের চরিত্রকে হেফাজত করতে পারে, দ্বীনের অন্যান্য বিষয় মেনে চলে তিনি অবশ্যই জান্নাতে যাবেন।