As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1534

নামায

প্রকাশকাল: 12 Apr 2010

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। নামাজে আত্তাহিয়াতু, দরুদ এবং দোয়া মাসুরা তথ আল্লাহুম্মা ইন্নি জলামতু….শেষ করার পর যথাক্রমে ঃ রাব্বানা আতিনা ফিদদুনিয়া….ওয়্যক্ববিনা আযাবান্নার,রাব্বির হামহুমা…লা ইলাহা ইল্লাহ আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ্বয়োলিমিন। এই তিনটা দোয়া পড়ার পর সালাম ফিরাইলে কি কোনো ভুল বা বিদয়াত এই জাতীয় কিছু হওয়ার সম্ভাবনা আছে কি বা বলাটা কতটুকু সঠিক/যুক্তিযুক্ত?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এতে কোন সমস্যা নেই। বরং যত বেশী দুআ পড়া যায় তত ভালো।