As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1532

নামায

প্রকাশকাল: 10 Apr 2010

প্রশ্ন

ঈদের নামাযে প্রথম রাকাত ছুটে গেলে করণীয় কী?

উত্তর

ঈদের নামাযের এক রাকাত ছুটে গেলে ইমামের সালামের পর দাঁড়িয়ে আগে সূরা-কিরাত পড়বে এরপর রুকুর আগে অতিরিক্ত তিন তাকবীর বলবে এবং রুকুতে যাবে। – حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ ، عَنْ أَشْعَثَ ، عَنِ الْحَسَنِ ، قَالَ : يُكَبِّرُ مَعَهُ فِي هَذِهِ مَا أَدْرَكَ مِنْهَا ، وَيَقْضِي الَّتِي فَاتَتْهُ وَيُكَبِّرُ فِيهَا مِثْلَ تَكْبِيرِ الإِمَامِ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ. হাসান বসরী রহি. বলেন, ব্যক্তি নামাযের যতটুক পাবে ইমাম সাহেবের সাথে তাকবীর দিয়ে আদায় করবে এবং যে রাকআত ছুটে গেছে সেটা আদায় করবে, (ছুটে যাওয়া রাকআত আদায় করার সময়) ইমাম সাহেব দ্বিতীয় রাকআতে যেভাবে তাকবীর দিয়েছে সেভাবে তাকবীর দিবে। মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস নং ৫৮৬৩।