As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1531

আদব আখলাক

প্রকাশকাল: 9 Apr 2010

প্রশ্ন

১। গোসলের ফরজ আদায় না করলে কি গোসল হবে? যদি ফরজ গোসলে ওযু না করে গোসল করি তাহলে কি সেটা পবিত্র হবে? যদি তখন ওই অবস্থায় আমি খাবার খাই তাহলে কি তা হালাল হবে? ২। আমি যে কারণেই হোক বৌ কে তালাক বা ৩ তালাক মুখে দিয়ে ফেলছি তার সামনে। এখন তার সাথে কি সংসার করা জায়েজ কিনা?
৩। অনেক ইসলামিক স্কলার তার মুজা পড়েন কিন্তু তাদের পায়জামা টাখনুর নিচে থাকে?

উত্তর

১। না, গোসলের ফরজ আদায় না করলে ফরজ গোসল শুদ্ধ হবে না। ফরজ গোসলের আগে ওযু করা সুন্নাত। ওযু না করলেও পবিত্রতা অর্জিত হবে। গোসল ফরজ অবস্থায় খাবার খেতে কোন সমস্যা নেই। ২। না, তার সাথে সংসার করা জায়েজ নেই। চার মাজহাবের আলেমগণ এই বিষয়ে একমত। ৩। নিচের হাদীসটি লক্ষ্য করুন:عَنْ أَبِي هُرَيْرَةَرَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : مَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ مِنَ الإِزَارِ فَفِي النَّارِ অর্থ: আবু হুরায়রা রা. নবী সা. থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, পরিধেয় বস্ত্রের যে অংশটুকু টাখনুর নিচে থাকবে সেই অংশটুকু জাহান্নামে থাকবে। সহীহ বুখারী, হাদীস নং ৫৭৮৭। কে পরলো সেটা দলীল নয়।