As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1527

লেনদেন

প্রকাশকাল: 5 Apr 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম। বিকাশ মাঝে মাঝে ক্যাশব্যাক দেয়, যেমন বিকাশ অ্্যাপের মাধ্যমে ১৬ টাকা রিচার্জ করলে ৫০ টাকা ক্যাশব্যাক, আবার কাউকে বিকাশ অ্্যাপ ব্যবহারের জন্য রেফার করলে করলে রেফারকারি ১০০ টাকা পাবে এধরনের যাবতীয় টাকা নেওয়া জায়েজ আছে কিনা দয়া করে জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিকাশ সুদভিত্তিক একটি ব্যাংক দ্বারা পরিচালিত, তাদের আয়ের মধ্যে হারাম-হালাল আছে। তাই তাকওয়র দাবি হলো এই টাকা সওয়াবের নিয়ত ছাড়া গরীবদেরকে দিয়ে দেওয়া, আর যদি না গ্রহনের কোন সুযোগ থাকে তাহলে গ্রহন না করা। তবে তাদের টাকার মধ্যে হারামের সাথে হালাল টাকা থাকার কারণে অনেক আলেম নেওয়া জাযেজ বলেছেন। অনেকে আবার না জায়েজ বলেছেন, কারণ এর ভিতর সুদের হারাম টাকা থাকে। মোটকথা এগুলো থেকে বেঁচে থাকা একজন প্রকৃত মূ’মিনের দায়িত্ব।