As-Sunnah Trust
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 1522
অর্থনৈতিক
প্রকাশকাল: 31 Mar 2010
আসসালামু আলাইকুম । অনেক আলেম ছোটো দরূদ হিসাবে এই দুটি পড়া যাবে বলেছে। । কিন্তু এটা বেদাত কিনা তা বুঝতে পারছি না। দরূদ হিসাবে ” সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ” অথবা ” আল্লাহুম্মা সাল্লিয়ালা সায়্যিদিনা মোহাম্মদ ” এই দুটি পড়া যাবে নাকি বেদাত হবে?