As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1521

অর্থনৈতিক

প্রকাশকাল: 30 Mar 2010

প্রশ্ন

নয়জন মিলে দুইটা গরু কুরবানী করলে কি হবে?

উত্তর

হ্যাঁ, হবে। জাবের ইবনে আব্দুল্লাহ রা. বলেন, أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ الْبَقَرَةُ عَنْ سَبْعَةٍ وَالْجَزُورُ عَنْ سَبْعَةٍ নবী সা. বলেছেন, গরু সাত জনের পক্ষ থেকে এবং উট সাত জনের পক্ষ থেকে। সুনানু আবু দাউদ, হাদীস নং ২৮১০। শায়খ আলবানী রহ. এবং অন্যান্য মুহাদ্দিসগণ হাদীসটিকে সহীহ বলেছেন।