আসসালামু আলাইকুম। লিচু গাছে মুকুল আসা অবস্থায় বাগান বিক্রি করে দেয়া হল এই শর্তে যে, যখন লিচু আহরণ করা হবে তখন বাগানের ক্রেতা ঐ বাগানের কিছু সংখ্যক লিচু ( যেমন ৫০০০ লিচু) বিক্রেতাকে প্রদান করবে তাহলে এইভাবে বাগান বিক্রি করে উপার্জন করা এবং বিক্রেতার পক্ষে ওই লিচু গ্রহণ করা জায়েয হবে কীনা?