As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1507

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 16 Mar 2010

প্রশ্ন

বিভিন্ন ব্যাংক থেকে শর্ত সাপেক্ষে ( ভালো ফলাফল+তাদের সদস্য হতে হবে) অথবা শর্ত ছাড়া ( সদস্য হতে হবে না শুধু ভালো ফলাফল করলেই হবে) যে বৃত্তি দেয়া হয় এটা নেয়া কি ঠিক?
যদি ঠিক না হয় তাহলে A নামের শিক্ষার্থী ওইটা নিতে চায় না কিন্তু তার পিতা মাতা তাকে নিতে বাধ্য করলে কি করা উচিত?

উত্তর

সুদভিত্তিক ব্যাংক হলে কোন বিত্তবান বাবার সন্তানরা এই টাকা বৃত্তির টাকা নিতে পারবে না। । গরীব অসহায় হলে সেটা ভিন্না কথা।