As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1502

নামায

প্রকাশকাল: 11 Mar 2010

প্রশ্ন

আস সালামু আলাইকুম, কেউ মাসবুক হলে ইমাম সাহেবকে রুকুতে অথবা সেজদায় পেলে কি তাকবির তাহরীমা দিয়ে আগে হাত অল্প সময়ের জন্য হাত বাধবে তারপরে ইমামকে অনুসরণ করবে নাকি শুধু তাকবির তাহরীমার পরে হাত না বেধেই ইমামকে অনুসরণ করবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যে কোন একটি করলেই হবে। অল্প সময়ের জন্য বেঁধে তারপর নতুন করে তাকবীর দিয়ে ইমামের কাজ অনুস্বরণ করা ভালো দেখাই। হাত না বাঁধলেও সমস্যা নেই।