আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ। আমার প্রশ্ন হলো: আমি আলেমদের কাছ থেকে যতটুকু জেনেছি যে, নিসাব পরিমাণ সম্পদ যদি এক বছর কারো অধীনে বা আয়ত্বে থাকে তাহলে এক বছর পূর্ণ হলে সে তার পুরো সম্পদ/অর্থের উপর যাকাত দিবেন। কিন্তু যদি এমন হয় যে, নিসাব পরিমাণ সম্পদ অর্জনের ১১ মাস অতিবাহিত হওয়ার পর, অর্থাৎ এক বছর হবার একমাস পূর্বে বা যে কোন সময় যদি কোন প্রয়োজনে অর্থ খরচ হয়ে যায় তাহলে তো আর নিসাব পরিমাণ সম্পদ থাকল না। সেক্ষেত্রে কি আবার যখন নিসাব পরিামাণ সম্পদের মালিক হবে তখন থেকে এক বছর হিসেব করতে হবে? দয়া করে জানাবেন। উত্তরের অপেক্ষায় রইলাম। জাযাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ।