As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1487

অর্থনৈতিক

প্রকাশকাল: 24 Feb 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম। হুজুর আমি আর আমার বাবা, আমাদের একটাই জমি ছিলো সেটা বিক্রি করে ঢাকা তে একটা দোকান দিছি। আমরা ইন্ডাস্টিয়াল বেল্ট বিয়ারিং চেইন সাপ্লাই করি। দোকান দেওয়ার প্রথম কয়েক মাস ভালো চলছে। কিন্তু কয়েকটা পার্টি চলে যাওয়াতে ২/৩ মাস থেকে দোকানে কোন বিক্রি নাই। হুজুর কোন আমল বা দোয়া আছে যেটা করলে আমাদের দোকানের মালামাল বিক্রি হবে। আমার জন্য দোয়া করবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনে কোন লাইব্রেরী থেকে একটি “রাহে বেলায়াত” বই সংগ্র করবেন। সেখানে আপনার উপযোগী অনেক দোয়া পাবেন। সেগুলো আমল করবেন।