As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1479

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 16 Feb 2010

প্রশ্ন

আমার বোন লেখাপড়া করে নি। ছোটকাল থেকে একরোখা ছিলো বুঝতেও পারে নি। এখন আমি ট্রাই করতেছি পড়ানোর বাসায় নিজে নিজে, কিন্তু তারপরও বুঝে না। এই অবস্থায় খারাপ ব্যবহার বা নেগেটিভ কথাবার্তা বললে কি গোনাহ হবে?
আর লেখাপড়া করে নাই এই জন্য বিয়ে হবে না বা সমস্যা হবে এইসব চিন্তা করা কি ঠিক?
অনেক চিন্তায় আছি তাকে নিয়ে, এই অবস্থায় ভাই হিসাবে আমার কি করা উচিত। উল্লেখ্য আমার বাবা মারা গেছেন

উত্তর

নেগেটিভ চিন্তা বা নেগেটিভ কথাবার্তা বলবেন না। বর্তমানে প্রাতিষ্ঠানিক লেখা পড়া করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে প্রাতিষ্ঠানিক পড়াশোনা না করলে তার দুনিয়া আখেরাত শেষ হয়ে যাবে, এমন চিন্তা করাও অনুচিত। তাকে যতটুকু সম্ভব পড়াশোনা করানোর চেষ্টা করুন। উপযুক্ত বয়সে ধার্মিক পাত্র দেখে বিয়ে দিয়ে দিবেন।