As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1478

অর্থনৈতিক

প্রকাশকাল: 15 Feb 2010

প্রশ্ন

মাকরূহ ওয়াক্তে মসজিদে উপস্থিত হলে তাহিয়াতুল মসজিদ স্বলাত পড়া যাবে কী? নাকি মাকরূহ ওয়াক্ত অতিক্রম হওয়া পর্য্যন্ত অপেক্ষা করতে হবে?

উত্তর

এই বিষয়ে ফকীহদের মাঝে কিছুটা মতভেদ আছে। মাকরুহ ওয়াক্তে তাহিয়্যাতুল মসজিদ পড়াকে অনেকে জায়েজ বলেছেন। আবার অনেকে পড়তে নিষেধ করেছেন। শায়খ আব্দুল্লাহ বিন বাজ রহি. বলেছেন, মাকরুহ ওয়াক্তে এই সালাত আদায় করা যাবে, এটা অধিকতর বিশুদ্ধ মত। https://binbaz.org.sa/fatwas/4221/%D8%AD%D9%83%D9%85-%D8%B5%D9%84%D8%A7%D8%A9-%D8%AA%D8%AD%D9%8A%D8%A9-%D8%A7%D9%84%D9%85%D8%B3%D8%AC%D8%AF-%D9%88%D9%82%D8%AA-%D8%A7%D9%84%D9%86%D9%87%D9%8A