As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1476

অর্থনৈতিক

প্রকাশকাল: 13 Feb 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি পর্তুগালের লিসবনে থাকি, আমি যেহেতু গাড়ী চালাতে পারি তাই আমি এখানে উবার ইটসে খাবার ডেলিভারির কাজ করতে চাচ্ছি, তবে যেহেতু এখানে রেস্টুরেন্টের বেশিরভাগ খাবার হলো হারাম সেহেতু আমি খাবার ডেলিভারি দিতে পারি কিনা, ইসলাম আমারে এটা অনুমতি দেয় কিনা দয়া করে জানাবেন ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, হারাম খাবার ডেলিভারীর কাজ করা জায়েজ হবে না। আপনি অন্য কোন হালাল পেশা গ্রহণ করুন। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,(ولا تعاونوا على الإثم والعدوان) মন্দকর্ম ও সীমালংঘনের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা, আয়াত নং ২।