Assalamualikom আমি একজন ছাত্র । সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে । তো এই সুবাদে আমি স্টুডেন্ট পড়াই । গত February তে কিছু স্টুডেন্ট আমাকে তাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য মডেল টেস্ট নিতে বলে । সেই হিসেবে আমি তাদের মডেল পরীক্ষার জন্য ২৫০০ টাকা নির্ধারণ করি 12 টি পরীক্ষার জন্য । তো এই হিসেবে তারা একটা পরীক্ষা দেয় এবং সেই সাথে আমি এডভান্স পেমেন্ট সবার কাছ থেকে নিয়ে নিই । এরপর তাদের প্রেসার বেড়ে যাওয়ায় তারা আমাকে বলে যে ভাইয়া আমরা এই পরীক্ষাগুলো আরো পরে দিব । তাদের প্রেসার বাড়ার কারণ হলো মেডিকেল এক্সাম সামনে ছিল । তো তারা আমাকে বলল যে মেডিকেল ভর্তি পরীক্ষার পরে এক্সাম গুলো আবার দিবে । তো আমি এটা মেনে নিলাম । এখন গত কয়েকদিন আগে মেডিকেল ভর্তি পরীক্ষায় সেখানের একজন মেডিকেলে চান্স পেয়েছে । তো সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আমি আর একজন এক্সাম দিব না । আমি মেডিকেলে ভর্তি হয়ে যাব । পেমেন্ট রিফান্ড করে দেন । শাইখ এখন আমার করণীয় কি? শরীয়াহ আমাকে কি বলে? উল্লেখ্য টাকা রিফান্ড করার কোন কথা তাদের সাথে আমার আগে ছিল না । আমিতো সেই টাকা অলরেডি খরচ করে ফেলেছি । কারণ এটা অনেকদিন আগের বিষয় ছিল । এখন আল্লাহ্ না করুন তাকে টাকা রিফান্ড করলে বাকিরাও যদি একই কথা বলে তাহলে এটা তো আমার জন্য খুবই কঠিন হয়ে যাবে সবার টাকা রিফান্ড করা ।