আসসালামু আলাইকুম, মুহাম্মাদ (সঃ) সুন্নত, নফল নামাজ সর্বদা বাড়িতে আদায় করতেন আমিও এই সুন্নত মেনে চলতে চাই কিন্তু মসজিদে ঢোকার পর বসার আগে ২ রাকাত নামাজ পড়তে হয় এ ক্ষেত্রে আমি কি করতে পারি, যেহেতু সুন্নত নফল নামাজ বাড়িতেই পড়তে পারলেই ভাল হয়। প্রশ্ন হচ্ছে মসজিদের এই ২ রাকাত নামাজ যেকোন এক সময় পড়লেই হবে নাকি পাঁচ ওয়াক্তই মসজিদে গেলেই পড়তে হবে? সঠিক এবং সুন্দর একটা উত্তর আশা করছি।