As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1470

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 7 Feb 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম। নামায এর সময় টুপি পড়া কি বাধ্যতামূলক? মানে টুপি না পড়ে নামায পড়লে, নামায আদায় হয় না? সওয়াব পাওয়া যায় না? আর হাফ হাতা শার্ট পড়ে নামায পড়লে নাকি নামায মাকরূহ হয়? অনুগ্রহ করে উত্তর জানাবেন। জাজাকাল্লাহ খাইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রাসূলুল্লাহ সা. এবং তাঁর সাহাবীগণ সাধারণত অধিকাংশ সময় টুপি পরে থাকতেন, তবে সব সময় থাকতেন এমনো না, হাদীস থেকে এগুলো জানা যায়। আল্লাহভীরু মানুষেরাও সাধারণত সব সময় টুপি পরে থাকেন। মোটকথা টুপি মুসলিমদের একটা ঐতিহ্যবাহী পোশাক। এটা নামাযের কোন পোশাক নয়। সুতরাং টুপি পরার সাথে নামায হওয়া বা না হওয়ার কোন সম্পর্ক নেই। অন্যান্য সময় টুপি না পরে শুধু নামাযের সময় টুপি পরলে নামাযে বেশী সওয়াব হবে এমন কোন হাদীস নেই। অধিকাংশ সময় টুপি পরলে রাসূল সা. এর সুন্নাত হিসেবে সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। হাফহাতা শার্ট আল্লাহভীরু মুসলিমদের পোশাক নয়। তাকওয়াবান প্রত্যেকের উচিত হাফহাতা শার্ট পরা বর্জন করা। তাকওয়া প্রকাশ পায় এমন পোশাক পরা উচিত। তবে নামাযের কোন ক্ষতি হবে না।