ওয়া আলাইকুমুস সালাম। রাসূলুল্লাহ সা. এবং তাঁর সাহাবীগণ সাধারণত অধিকাংশ সময় টুপি পরে থাকতেন, তবে সব সময় থাকতেন এমনো না, হাদীস থেকে এগুলো জানা যায়। আল্লাহভীরু মানুষেরাও সাধারণত সব সময় টুপি পরে থাকেন। মোটকথা টুপি মুসলিমদের একটা ঐতিহ্যবাহী পোশাক। এটা নামাযের কোন পোশাক নয়। সুতরাং টুপি পরার সাথে নামায হওয়া বা না হওয়ার কোন সম্পর্ক নেই। অন্যান্য সময় টুপি না পরে শুধু নামাযের সময় টুপি পরলে নামাযে বেশী সওয়াব হবে এমন কোন হাদীস নেই। অধিকাংশ সময় টুপি পরলে রাসূল সা. এর সুন্নাত হিসেবে সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। হাফহাতা শার্ট আল্লাহভীরু মুসলিমদের পোশাক নয়। তাকওয়াবান প্রত্যেকের উচিত হাফহাতা শার্ট পরা বর্জন করা। তাকওয়া প্রকাশ পায় এমন পোশাক পরা উচিত। তবে নামাযের কোন ক্ষতি হবে না।