As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1466

হালাল হারাম

প্রকাশকাল: 3 Feb 2010

প্রশ্ন

সৌদি বাদশাহ ফাহদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স থেকে প্রকাশিত কুরআন অনুবাদ ও তাফসীর বইয়ের দোকানগুলোতে পাওয়া গেলে, তা ক্রয় করা জায়েয হবে কিনা? সৌদি থেকে সংগ্রহ করা সবার জন্য তো সম্ভবপর নয়।

উত্তর

যেগুলো বিনামূ্ল্যে বিতরণের জন্য দেয়া হয় সেগুলো বিক্রি করা জায়েজ নেই। তেমনিভাবে এগুলো কেনাও হারাম কাজে এক ধরণের সহযোগিতা। তাই এগুলো ক্রয় থেকেও বিরত থাকা উচিত। তবে খুব প্রয়োজন হলে আশা করি আল্লাহ ক্ষমা করে দিবেন।