সংসার তো করতেই হবে। তাছাড়া এখন যাবেন কোথায়। তবে স্ত্রী যদি স্বামীকে নামাযের গুরুত্ব বোঝাতে পারে তাহলে সামান্য বিবেক আছে এমন স্বামীর পক্ষে নামায ত্যাগ করার কথা নয়। স্ত্রী নিজে এবং কৌশলে অন্যান্যদের দ্বারা নামাযের শরয়ী গুরুত্বের বিষয়টি স্বামীকে ভালভাবে বুঝানো দরকার। আল্লাহ তাওফীক দিন।