As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1460

নামায

প্রকাশকাল: 28 Jan 2010

প্রশ্ন

আস-সালামুআলাইকুম। আমি বিতর নামাযের সঠিক নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছি। তিন রাকাআত বিতর নামায কি এক বৈঠকে শেষ করতে হবে নাকি দুই বৈঠকে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিতর নামাযের অনেকগুলো সুন্নাহ সম্মত নিয়ম রয়েছে। তিনটি নিয়মসহ বিস্তারিত জানতে দেখুন, শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত রাহে বেলায়াত বইটি, পৃষ্ঠা ৪১৩-৪১৭। এক বৈঠকে শেষ করলেও করতে পারেন আবার দুই বৈঠকও করতে পারেন। নিচের হাদীসটি দেখুন عن سعد بن هشام أن عائشة حدثته : أن رسول الله صلى الله عليه و سلم كان لا يسلم في ركعتي الوتر অর্থ: আয়েশা রা. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সা. বিত্রের দুই রাকআতে সালাম ফিরাতেন না। সুনানে নাসায়ী, হাদীস নং ১৬৯৮। মুসতাদরক হাকিম, হাদীস নং ১১৩৯। ইমাম জাহবী এবং হাকিম রহ. বলেছেন, হাদীসটি বুখারী মুসলিমের শর্তানুযায়ী। এই হাদীস থেকে ইঙ্গিত পাওয়া যায় তিনি দ্বিতীয় রাকআতে বসতেন। কেননা যদি নাই বসেন তাহলে সালাম ফিরানোর বিষয়টি আসে না। আল্লাহ ভাল জানেন।