১। জর্দা ছাড়া পান খাওয়া কি হারাম? আমি যে মসজিদে নামজ পড়ি সেই মসজিদের ইমাম নিয়মিত পান খায়। তার পিছনে কি নামাজ আদায় করা যাবে?
২। একটা বিষয় আমি আজো পরিস্কার হতে পারিনি সেটা হলো- ইমামের পিছনে নামাজ আদায় করার সময় কি আমাকেও সুরা ফাতেহা পড়তে হবে? হোক সেটা জোহর (নিম্নস্বরে) বা মাগরীব (উচ্চস্বর) এর নামাজ। সুরা ফাতিহা এবং সাথে যে কোন সুরা পড়া ওয়াজিব। তবে কি আমি ইমামের পিছনে যদি সুরা না পড়ি সেক্ষেত্রে আমার নামাজ হবে না?