As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1459

নামায

প্রকাশকাল: 27 Jan 2010

প্রশ্ন

১। জর্দা ছাড়া পান খাওয়া কি হারাম? আমি যে মসজিদে নামজ পড়ি সেই মসজিদের ইমাম নিয়মিত পান খায়। তার পিছনে কি নামাজ আদায় করা যাবে?
২। একটা বিষয় আমি আজো পরিস্কার হতে পারিনি সেটা হলো- ইমামের পিছনে নামাজ আদায় করার সময় কি আমাকেও সুরা ফাতেহা পড়তে হবে? হোক সেটা জোহর (নিম্নস্বরে) বা মাগরীব (উচ্চস্বর) এর নামাজ। সুরা ফাতিহা এবং সাথে যে কোন সুরা পড়া ওয়াজিব। তবে কি আমি ইমামের পিছনে যদি সুরা না পড়ি সেক্ষেত্রে আমার নামাজ হবে না?

উত্তর

পান খাওয়া হারাম নয়। তবে জর্দ্দা খাওয়াকে অনেক আলেমই হারাম বলেছেন। সুতরাং পান খেলে সেই ইমামের পিছনে নামায পড়া জায়েজ, কোন সমস্যা নেই। ২। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি না এই নিয়ে আলেমদের মাঝে কয়েকটি মত রয়েছে। সুতরাং আপনি পড়তে পারেন আবার না পড়লেও সমস্যা নেই। হানাফী মাজহাবে না পড়তে বলা হয়েছে। শাফেয়ী মাজহাবে সকল সালাতে এবংহাম্বলী মাজহাবে জোহর ও আসরে পড়তে বলা হয়েছে। প্রত্যেকের পক্ষেই সহীহ হাদীস আছে।