As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1448

ঈমান

প্রকাশকাল: 16 Jan 2010

প্রশ্ন

অনেক আলেম ইমাম বলে বিদআত ২ প্রকার…… তার মধ্যে বিদাআতে হাসানা সমাজে ভালো অর্থে প্রচলিত আছে এবং এটি নেকির কাজ…… কিন্তু বিদআত তো বিদআত ই হয় এর আবার ভালো খারাপ কি, একটু বুঝিয়ে বলবেন?

উত্তর

বিদআতের কোন প্রকারভেদ নেই। বিদআত সম্পর্কে রাসূলুল্লাহ সা. বলেছেন, مَنْ أَحْدَثَ فِى أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ যে আমাদের এই ধর্মে নতুন কিছু প্রবেশ করাবে যা তাতে ছিল না তাহলে সেটা প্রত্যাখ্যাত। সহীহ মুসলিম, হাদীস নং ৪৫৮৯; শরহে সুন্নাহ,হাদীস নং ১০৩। সুতরাং ধর্মের নামে নতুন উদ্ভাবিত সকল কর্মই বিদআত। আর সকল বিদআতই প্রত্যাখ্যাত। বিদআতের মধ্যে হাসানাহ বলতে কিছু নেই। বিস্তারিত জানতে দেখুন, শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. লিখিত এহইয়াউস সুনান বইটি।