দেখুন, আমাদের জন্য কুরআন হাদীস মোতাবেক চলা ফরজ। কুরআন ও হাদীস থেকে যারা সরাসরি মাসআলা জানতে পারে না তাদের জন্য বিভিন্ন বিষয়ে আলেমদের মতামত নিতে হয়, সেটাই মাজহাব নামে স্বীকৃত। সুতরাং সাধারন মানুষ যখন কোন সমস্যায় পড়বে তখন যে কোন আলেমের নিকট থেকে শুনে সে অনুযায়ী কাজ করবে। আপনি যদি কুরআন হাদীস ও হাদীস পড়ে কোন মতামত আপনার নিকট শক্তিশালী মনে হয় তাহলে আপনি কোন বিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করে আপনার নিকট শক্তিশালী দলীল অনুযায়ী আপনি আমল করতে পারেরন।তবে এই নিয়তে নয় যে, এটা হানাফী মাজহাব আর এটি অন্য মাজহাব। মোটকথা বিভিন্ন মাজহাব মানা নয় আপনার কাছে হাদীসের দৃষ্টিতে অপেক্ষাকৃত শক্তিশালী মত যেটা সেটা আপনি পালন করতে পারেন। এটা কোন মাজহাবে আছে সেটা দেখার বিষয় নয়। তবে সাধারণ মানুষরে জন্য কোন একটি মাজহাব মেনে চলা তার জীবন-যাপনের জন্য সহজতর।