As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1445

নামায

প্রকাশকাল: 13 Jan 2010

প্রশ্ন

ইস্তিখারা করার পর আমাদের মন যা বলে তাই কি হবে? আর কতদিনের মদ্ধে এর ফল পাব?

উত্তর

ইস্তিখারা করার অর্থ হলো আল্লাহর নিকট উত্তম ও সঠিক বিষয়টি চাওয়া। আল্লাহ যেন উত্তম বিষয়টি ফয়সালা করেন এটা প্রার্থনা করা। এখানে মন কিছু বলা বা ফলাফল পাওয়ার কিছু নেই। ইস্তেখারা করলে আল্লাহ কল্যানকর ও সঠিক বিষয়টি আশা করা যায় নির্ধারন করবেন।