আচ্ছালামু আলাইকুম,আমার অফিসের দুই কর্মচারীর একজনের নাম সাত্তার আর একজনের নাম সামাদ। তাদের কে শুধু এই নামে ডাকলে কি গোনাহ হবে? নাকি আব্দুস সাত্তার এবং আব্দুস সামাদ বলে ডাকতে হবে?বস্তুত বাংলাদেশে অনেকের নাম ই এরকম। সেক্ষেত্রে এই বিধান টা জানা খুব জরূরী মনে হচ্ছে আমার কাছে।