আসসালামু আলাইকুম । শায়েখ কেমন আছেন?আমি একটা বিষয় নিয়ে কিছুদিন ধরে ভাবছি। বিষয়টি হলো। আমরা রাসুল(সাঃ)এর কর্ম জীবন কে সুন্না হিসাবে যানি। আবার আমাদের আকাবিরের কর্ম গুলোও আকাবির দের সুন্না বলে যানি। এখন একটা বিষয় যে,আমরা হাদিস ও ইসলামী ইতিহাস থেকে জানতে পারি,রাসুল(স:)ও সাহাবায়ে কেরামদের অনেকেরই পোষাক ছিলো সেলাই/ তালি দেওয়া। এবং উনারা সাধারন জীবন যাপন কে পছন্দ করতেন। এখন আমার জানার বিষয়,আমাদের আলেম উলামা এই বিষয় নিয়ে কোন আলোচনা করেন না কেন। এটি কি সুন্নার মধ্য পরে না। এক গ্লাস পানি পান করতে হলে যেখানে রাসুল(স:) এর পদ্ধতি অনুসরণ করতে হয়। সেখানে পোষকের এই বিষয় নিয়ে সমাজে কোন অলোচনা নেই কেন। বিষয় টি ক্লিয়ার করলে খুব উপকৃত হতাম ইনশাল্লাহ।