As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1432

হালাল হারাম

প্রকাশকাল: 31 Dec 2009

প্রশ্ন

আস সালামু আলাইকুম, শায়েখ, আমাদের জন্য কি আপেল সাইডার ভিনেগার (Apple Cider Vinegar) খাওয়া হালাল হবে? অন্নান্য ভিনেগারের হুকম কী হবে? জানালে উপকৃত হবো, ইনশা-আল্লাহ ৷

উত্তর

উক্ত পানীয়টিসম্পর্কে আমাদের জানাশোনা কম। ইন্টারনেট থেকে যে তথ্য পেলাম তাতে আপেল সাইডার ভিনেগার হারাম হওয়ার কোন কারণ আছে বলে মনে হচ্ছে না। বিস্তারিত জানিয়ে প্রশ্ন করলে উত্তর দিতে আরো সহজ হবে।